ঈদ শুভেচ্ছা কার্ড – Eid wishes card তৈরির সহজ সমাধান – showkatbd eDocs. ঈদের শুভেচ্ছা বার্তাসহ, চমৎকার দৃষ্টিনন্দন কার্ডের সমাহার। ব্যক্তিগত বা প্রফেশনাল সকল ধরনের শুভেচ্ছা বার্তার কার্ড তৈরি করুন মাত্র ৩০ সেকেন্ডে। বাংলা বা ইংরেজী ভাষায়।
Eid Wishes – ঈদ শুভেচ্ছা
Eid Greetings Card Generator Archive. This is an Eid Greetings Card Generator for free. To create a card, simply fill out a form and click on the designed card of your choice. Create a greeting card with your favorite wishing message without wasting time. This Eid Greeting Cards with wishing specifically designed for you, your family and your small businesses, and below you can see a list of those we have created. It will save your money & time !
showkatbd eDocs
মুসলমানদের প্রধান ধর্মীয় দুই উৎসব ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই দুই উৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের জন্য ঈদ কার্ডের প্রচলন অনেক পুরনো। ঈদের শুভেচ্ছা বিনিময় করা এই আনন্দের উপলক্ষের অপরিহার্য অংশ। এক সময় রঙ্গীন কাগজ কেটে হাতে কার্ড বানানো হতো। সেই কার্ডে হাতে রঙিন কলম, পেন্সিল, ওয়াটার কালার, মোম কালার দিয়ে, কাগজ কেটে কেটে মনের মাধূরী মিশিয়ে কার্ডের গায়ে ডিজাইন করা হতো। এবং তা বন্ধু-বান্ধব, আত্নীয় স্বজনদের শুভেচ্ছা জানাতে ব্যবহার করা হতো।
তার সাথে ঈদ কার্ড নাম দিয়ে প্রেসওয়ালারাও খুব সুন্দর সুন্দর কার্ড তৈরি করতো। এবং তা চড়া দামেও বিক্রি হতো। এই কার্ড ক্রয়ের জন্য বিভিন্ন অকেশনে হিড়িক পড়ে যেতো লাইব্রেরীগুলোতে। ঈদুল ফিতরের জন্য রমজানের সেই শুরু থেকেই ব্যতিব্যস্ত হয়ে পড়তো স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ুয়া থেকে শুরু করে অফিসগুলো। ঈদের শূভেচ্ছা জানানো সে এক বিশাল প্রতিযোগীতা।
সময়ের পরিবর্তনে হারিয়ে গ্যাছে সেইসব দিনগুলো। এগিয়ে চলছে পৃথিবি। উন্নত থেকে উন্নততর হচ্ছে জীবন যাত্রা। সেই কার্ড বানানো বা ক্রয়ে এখন আর নেই উন্মাদনা। অনলাইনের এই মহাযাত্রায় আমরা ভার্চুয়াল শূভেচ্ছা বার্তা পাঠিয়ে দিচ্ছি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।
অনলাইনের এই সময়েও সেই শুভেচ্ছা কার্ডের প্রচলন একদম বিলিন হয়ে যায়নি। এখনো শূভেচ্ছা জানাতে মানুষ কার্ডের শরনাপন্ন হয়। আর তা হয় অনলাইনের মাধ্যমে। অসংখ্য ঈদ শুভেচ্ছা কার্ড এখন অনলাইনে সার্চ দিলেই চলে আসে। মানুষ নিজের পছন্দ মতো কার্ড পছন্দ করে, মনের মতো বার্তা সংগ্রহ করে কম্পিউটারেই তৈরি করছে শূভেচ্ছা কার্ড। তা ছেড়ে দিচ্ছে সোশাল মিডিয়ায়, সকল অনলাইন ফ্রেন্ড থেকে শুরু করে নিজের প্রিয়জনের কাছে।
তবুও, প্রিয়জনকে একটি মনের মতো শূভেচ্ছা বার্তা জানাতে স্ক্রোল করছে মাউস, দৃষ্টি নন্দন একটি ভার্চুয়াল কার্ড খুঁজতে খুঁজতে কাটছে সময়।
এই সার্চ আর মাউস স্ক্রোলিং করে সময় নষ্ট না করে, মাত্র ৩০ সেকেন্ডে তৈরি করুন আপনার প্রিয়জনদের শুভেচ্ছা বার্তার কার্ড। আপনার মনের মতো বার্তা আর দৃষ্টিনন্দন কার্ড এক সাথে এক প্লাটফর্মে। একটি বার্তাই আপনি ব্যবহার করতে পারেন ২০টি ডিজাইনের কার্ড দিয়ে।
বাংলা এবং ইংরেজী ভাষায় মোট 40+ ঈদ শূভেচ্ছা বা Eid Greeting কার্ড তৈরি করতে পারেন।
আসুন শুরু করি গ্রিটিংস কার্ড তৈরি।
ঈদ শুভেচ্ছা কার্ড বাংলায় তৈরি করুন সহজেই। পছন্দের বার্তাটি বেছে নিন, ফরমের অন্যান্য সেলগুলো রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিলাপ করুন। বিভিন্ন দৃষ্টি নন্দন ডিজাইনের কার্ড থেকে আপনার পছন্দের কার্ডটির উপরে ক্লিক করুন। আপনার বার্তা এবং পছন্দের কার্ডের ডিজাইনসহ শুভেচ্ছা বার্তা কার্ডটি দৃশ্যমান। প্রিন্ট করুন। বাংলা শুভেচ্ছা বার্তার কার্ড তৈরিতে নিচের বাটনে ক্লিক করুন :
Eid greeting cards make easily in English. Select the desired message, fill the other cells of the form as required. Click on the card of your choice from various design cards. The greeting message card is visible with your message and preferred card design. Print Now. Click the button below to create English greeting card:
40+ Eid wishes card তৈরি করবেন যেভাবে :
- আপনার পছন্দনীয় ভাষার লিংকটিতে ক্লিক করুন।
- ফরমটি যত্নের সাথে পুরন করুন।
- সর্বশেষ পছন্দনীয় কার্ডের উপর ক্লিক করুন।
- প্রিন্ট দিন।
পরিশেষে, ঈদ শুভেচ্ছা কার্ড – Eid wishes card তৈরির সহজ সমাধান – showkatbd eDocs. আপনার শুভেচ্ছা কার্ড তৈরির প্রয়োজন মিটাবে বলেই আমার বিশ্বাস। showkatbd eDocs হয়ে উঠুক আপনার প্রতিটি আনন্দের সঙ্গী।
আপনার যদি বিন্দুমাত্রও উপকারে আসে, দয়া করে অন্যকেও এই কার্ডগুলো ব্যবহারের সুযোগ করে দিতে শেয়ার করুন। আর মন্তব্য করুন, কার্ডগুলোর ভালো মন্দ নিয়ে।
লিখুন আপনার প্রয়োজনীয় চিঠির বিষয়ে, যা আমি চেষ্টা করবো তৈরি করার।
ই-ডকস্ সম্পূর্ন ফ্রি সেবার সাইট।
ভালো থাকুন, সুস্থ থাকুন, ই-ডকস্ এর সাথেই থাকুন।