জন্মদিনের শুভেচ্ছা কার্ড তৈরির সহজ সমাধান। নেই রেজিষ্ট্রেশন বা লগিন করার বাড়তি ঝামেলা।
জন্মদিনের শুভেচ্ছা কার্ড জেনারেটর হচ্ছে, জন্মদিনের শুভেচ্ছা কার্ড তৈরির ক্লিক সমাধান। শুভেচ্ছা বার্তাসহ দৃষ্টিনন্দন কার্ড এখন এক প্লাটফর্মেই ।
মনের মতো শুভেচ্ছা বার্তা দিয়ে তৈরি করুন ৩০ ধররনের দৃষ্টিনন্দন কার্ড। বাবা, মা, ভাই, বোন, বন্ধু, ক্লায়েন্ট সবার জন্য জন্মদিনের শুভেচ্ছা বার্তা তৈরির সহজ পদ্বতি। ঘন্টার পর ঘন্টা বার্তা আর কার্ড সার্চিং না করে এক প্লাটফর্মেই সব।
যেভাবে শুভেচ্ছা কার্ড তৈরি করবেন :
1. শুভেচ্ছা কার্ড তৈরির ফরমে প্রবেশ করুন।
2. যার জন্য কার্ড তৈরি করবেন তাকে অভিবাদন করুন।
3. শুভেচ্ছা বার্তার টেম্পলেট থেকে পছন্দসই বার্তাটি বেছে নিন।
4. প্রেরকের নাম, পদবী বা প্রেরকের সাথে সম্পর্ক উল্লেখ করুন। আপনার নিজের মতো করে।
5. একটি ভেলিড ইমেইল আইডি প্রদান করুন। এই ইমেইল আইডি আমাদের নতুন সব Apps এর আপডেট নিউজ পেতে সহায়তা করবে।
6. পছন্দসই কার্ডের উপর ক্লিক করুন।
7. প্রিন্ট করুন।
বি.দ্র : প্রয়োজনে মোবাইলে এই কার্ড তৈরি করে স্ক্রীনশট নিয়েও আপনি আপনার প্রিয়জনদের সাথে সোশ্যার মিডিয়ায় শেয়ার করতে পারেন।